1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ভোক্তা অধিকারহরণের অপরাধে ৪১ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪১টি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ জুলাই) অধিদপ্তরের ঢাকার প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ২১ জন কর্মকর্তা বাজার তদারকি কার্যক্রম চালানোর সময় এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ঢাকার রামপুরা ও মিরপুর-১৪ নম্বরসহ দেশব্যাপী মোট ২৩টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চালানো হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে ৪১টি প্রতিষ্ঠানকে চার লাখ ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য, কৃষি ও মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অভিযানে সহযোগিতা করেন।


সর্বশেষ - রাজনীতি