1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সামুদ্রিক মাছে ক্ষতিকর রঙ মেশানোর দায়ে দুই মৎস্য ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাট জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ৮ আগস্ট, ২০২২

বাগেরহাটে সামুদ্রিক মাছে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) সকালে বাগেরহাট শহরের কেবি বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় বাগেরহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং বাগেরহাট জেলা পুলিশের একটি দল।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- বাগেরহাটের মৎস্য ব্যবসায়ী মো. আবুল কালামকে ও এমাদুল সরদার।

এ বিষয়ে বাগেরহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ক্ষতিকর রাসায়নিক রঙ মিশিয়ে মাছ রঙিন করে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে কেবি বাজারে অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যবসায়ী সামুদ্রিক মৎস্য আড়ত কেবি থেকে মাছ ক্রয় করে রাস্তার পাশে বসে সাদা রঙের জাভা, ভোলা ও তুলার ডাটি মাছে ক্ষতিকর রাসায়নিক রঙ মেশাতে দেখা যায়। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এ অপরাধে ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত