লল্ডন প্রতিনিধি, ইবার্তা টুয়েন্টিফোর ডটকম: চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর ২০ দিন ধরে আড়ালে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বড় ছেলে তারেক রহমানের পরামর্শে বিএনপি আয়োজিত সমাবেশেও যোগ দেননি তিনি। কিন্তু শুক্ররাব রাতে ৫০ কমিশনে বিক্রির খবর পেয়ে একটি শপিংমলে গিয়েছেন তিনি।
আমাদের লন্ডন প্রতিনিধি জানান, কেনাকাটার সময় খালেদার জিয়ার সাথে তারেক রহমান ও জোবায়দা রহমানও শপিং মলে গিয়েছিলেন। সেখানে তারা প্রায় ঘন্টা খানেক ধরে কেনাকাটা করেন।
জানা গেছে, চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন আগমনের পর থেকে তিনি বাসাতেই অবস্থান করছেন। বিশেষ প্রয়োজন ছাড়া তারেক রহমানের বাসায় দলের কোনো নেতাকর্মীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
উল্লেখ্য, বিএনপি নেত্রী খালেদা জিয়া গত ১৫ জুলাই লন্ডন সফরে যান। এই সফরের উদ্দেশ্য হিসেবে দলের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসার কথা জানানো হয়েছে। খালেদা জিয়া কবে ফিরবেন সেটি এখনও জানা যায়নি।