শিশুশ্রম মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে সরকারের অঙ্গীকার পূরণে সহযোগিতা করতে যুক্তরাজ্য ৫০ লাখ পাউন্ডের কর্মসূচি ঘোষণা করেছে। ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়নবিষয়কমন্ত্রী পেনি মরডন্ট গত সোমবার এ সহযোগিতা ঘোষণা করেন।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী জোরপূর্বক শ্রম মোকাবেলায় ১৫ কোটি পাউন্ড ব্যয় করার যে অঙ্গীকার করেছিলেন যুক্তরাজ্যের সহযোগিতার পরিমাণ তাকেও ছাড়িয়ে গেছে। জোরপূর্বক শ্রম বন্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বান এরই মধ্যে জাতিসংঘের ৭৫টি দেশ গ্রহণ করেছে। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল থেকে মানবপাচার ও জোরপূর্বক শ্রম ব্যবস্থা নির্মূলে যুক্তরাজ্য ও অন্য দাতা দেশগুলো নতুন নীতি গ্রহণ করেছে। সাধারণ পরিষদের অধিবেশনে জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাজ্য বৈশ্বিক নেতা হিসেবে তার অবস্থান আরো পোক্ত করবে।