1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ভারতের বিপক্ষে পিংকির ইতিহাসগড়া সেঞ্চুরি

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২২ জুলাই, ২০২৩

ফারজানা হক পিংকির ব্যাটে ভর করে ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ নারী দল। এ ম্যাচে ১০৭ রান করেন পিংকি। নারী ওয়ানডে ক্রিকেটে এটা বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। এর আগে সর্বোচ্চ ৭৫ রান করেছিলেন সালমা খাতুন।

হারমানপ্রীত কৌরদের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৫ রান। এর আগে টিম ইন্ডিয়ার বিপক্ষে টাইগ্রেসদের সর্বোচ্চ রানের স্কোরটি ছিল ২১০।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার (২২ জুলাই) টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক পিংকি তুলেন ৯৩ রান। পিংকি ধীরে খেললেও শামিমা ছিলেন একটু দ্রুতগতির। ৭৮ বলে ৫২ রান করে আউট হন শামিমা।

পিংকি ধীরে খেলতে থাকলেও বাংলাদেশের ইনিংসের মূল ভীতটা গড়ে দেন তিনিই। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে এই ওপেনার গড়েন ৭১ রানের জুটি। জ্যোতি ২৪ রানের ইনিংস খেলে আউট হন স্নেহ রানার বলে। এরপর রিতু মনি বিদায় নেন মাত্র ২ রানে। তখনও বাংলাদেশের রানের চাকা সচল থাকে পিংকির ব্যাটে।

পিংকি এরপর লড়াই চালান সোবানা মোস্তারিকে নিয়ে। এরমধ্যে সেঞ্চুরিও তুলে নেন বাংলাদেশি ওপেনার। ১৫৬ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি। শেষ বলে ১০৭ রানে আউট হন তিনি। সোবানা ২২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।


সর্বশেষ - রাজনীতি