1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সুদানে বাস্তুচ্যুত সাড়ে ৪ লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৩ মে, ২০২৩

সুদানে দুই জেনারেলের মধ্যে চলা ক্ষমতার লড়াইয়ে অন্তত সাড়ে ৪ লাখ শিশু তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

ইউনিসেফ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, আনুমানিক ৮২ হাজার শিশু প্রতিবেশী দেশে পালিয়ে গেছে। প্রায় ৩ লাখ ৬৮ হাজার শিশু অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। বর্ষা মৌসুমে রোগের ঝুঁকি বাড়তে পারে বলেও সতর্ক করেছে ইউনিসেফ।

আফ্রিকান দেশটির সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সহিংসতায় ছড়িয়ে পড়েছে গোটা দেশে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ‘সুদানের নৃশংস সংঘাত দেশটির শিশুদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ভয়ংকর সব ঘটনার সম্মুখীন হয়েছে তারা। এ কারণে নিরাপত্তার সন্ধানে তারা তাদের বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা অনুসারে, ১৫ এপ্রিল সহিংসতা শুরু হওয়ার পর থেকে ১ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, মিসর, ইথিওপিয়া, লিবিয়া এবং দক্ষিণ সুদানে আশ্রয় চেয়েছে।


সর্বশেষ - রাজনীতি