1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেই তামান্না

প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১৩ মার্চ, ২০২২

এবার এইচএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে জিপিএ-৫ পান যশোরের মেধাবী ছাত্রী তামান্না আক্তার নূরা (১৮)। তার এই সফলতা আলোড়ন তোলে দেশব্যাপী। সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা তামান্নার চিকিৎসার দায়িত্ব নেন।

এরপর ৮ মার্চ তামান্নাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়। রাজধানীতে এসে শনিবার (১২ মার্চ) তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও অন্যান্য চিকিৎসকসহ তামান্নার বাবা-মা।

এর আগে তামান্না হাসপাতালে ভর্তি হওয়ার পর সাংবাদিকদের বলেন, খুবই ভালো লাগছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোনকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি- তারা আমাকে নিয়ে এতটা ভেবেছেন। আমি হাঁটবো, হাঁটলে আমাকে কেমন লাগবে- এটাই এখন আমার কল্পনা।

ডা. সামন্ত লাল সেন জানান, তামান্নার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন হয়েছে। তারা চেষ্টা করছেন কৃত্রিম হাত-পা লাগিয়ে তার চলাচলের ব্যবস্থা করার।

তামান্না যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের মো. রওশন আলী ও খাদিজা পারভীনের মেয়ে। তিন ভাইবোনের মধ্যে বড়। জন্ম থেকেই দুই হাত ও এক পা নেই তার। শুধু বাম পা নিয়ে জন্ম নেওয়া তামান্না শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এবছর উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেন।

এর আগে ২০১৯ সালে উপজেলার বাঁকড়া জনাব আলী খান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়ে আলোচনায় আসেন তিনি। এছাড়া পিইসি ও জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পান শারীরিক প্রতিবন্ধী এ মেধাবী শিক্ষার্থী।


সর্বশেষ - রাজনীতি