1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

৮ হাজার পিস ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক, কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

মুন্সীগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৫ রোহিঙ্গা নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে তাদের জেলা আদালতে হাজির করা হলে মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এদিন সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পেট্রোল পাম্প এলাকা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন, সালামত উল্লাহ (১৮), মো. আইয়াজ (৩২), জেসমিন নুর (২৬), আয়শা (২০) ও রোজিনা (১৮)। তারা সবাই কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর অস্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক মো. রফিক এ তথ্য নিশ্চিত করে জানান, আটক রোহিঙ্গাদের সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ১৫ হাজার টাকা।

তিনি জানান, এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হয়েছে।

কোট পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, আটককৃতদের বিকালে আদালতে নেওয়া হলে আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


সর্বশেষ - রাজনীতি