1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নওগাঁয় রোপা আমনের পরীক্ষামূলক চাষে ব্যাপক সফলতা, ৮৫ দিনে ফলন

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

নওগাঁর বরেন্দ্র এলাকায় পরীক্ষামূলক চাষাবাদে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষকরা। মাত্র ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে উচ্চ ফলনশীল পাকা আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু করেছেন তারা। মৌসুমের অন্তত এক মাস আগে এসব ধান ঘরে তোলায় প্রভাব পড়েছে গ্রামীণ অর্থনীতিতে। কার্তিকের অভাব দূর হয়েছে এই জনপদে।

সরেজমিনে নওগাঁর হাপানিয়া মাঠে গিয়ে দেখা যায়, বাতাসে দুলছে মাঠের পর মাঠ পাকা ধান। সোনালী সেই ধান কাস্তে হাতে কেটে তোলার ব্যস্ততায় রয়েছেন কৃষকরা। স্বল্প সময়ে অধিক উৎপাদনশীল ধানের জাত বিনা-৭ ব্রি ধান- ৭৪ ব্রি ধান ৯০ এবার পরীক্ষামূলক চাষ করেন চাষিরা। ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে এসব ধান পেকে যাওয়ায় ঘরে তোলার উচ্ছাস এখন বরেন্দ্রের মাঠে মাঠে।

সংশ্লিষ্টরা জানান, বিগত বছরগুলোতে অগ্রহায়ণের প্রথম সপ্তাহে ধান কাটা মাড়াই শুরু হয়। তবে এ বছর আগাম জাতের বেশ কিছু ধান চাষ করায় অন্তত এক মাস আগে এসব ধান কৃষকের ঘরে উঠছে।

হাপানিয়া এলাকার করিম, রকি, রহিমসহ কয়েক জন চাষি জানান, অন্তত এক মাস আগে এখন ধান কেটে ঘরে তোলা যাচ্ছে। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে বরেন্দ্র জনপদে ধান রোপণ করেন চাষিরা। এসব ধান পরিপক্কতায় সময় নেয় ১১০ থেকে ১১৫ দিন। এ অবস্থায় কম সময়ে ভালো ফলন নিশ্চিতে ধানের জাত বের করে কৃষি বিভাগ। গত বছর থেকে পরীক্ষামূলক এসব জাতের ধান চাষাবাদ শুরু হয় নওগাঁয়।

কম সময়ের উচ্চ ফলনশীল ধানের ভালো ফলন পাওয়ার দাবি করে নওগাঁ জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আযাদ বলেন, কম সময়ের ধান ঘরে তোলার জন্য আমরা অনেক দিন ধরেই কাজ করছি। এবার এসব ধানের আশাতীত সফলতা এসেছে।

চলতি বছর জেলায় এক লাখ ৯৮ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদ হয়েছে। এর মধ্যে স্বল্প সময়ের উচ্চ ফলনশীল ধানের জাত রয়েছে ৬০ হাজার হেক্টর।


সর্বশেষ - রাজনীতি