1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

শিশুটি শখের স্কুল ব্যাগ নিয়ে ট্রেনে উঠেছিল

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

আহারে শিশুটি শখের স্কুল ব্যাগ নিয়ে ট্রেনে উঠেছিল। বুকে আকড়ে ছিল ব্যাগটি। নির্বাচনী জ্বালানি কেড়ে নিলো শিশুটির তার মা আর কয়েকজনের প্রাণ। কেন এই সব নিরীহ নারী-শিশু সাধারণ মানুষকে জীবন্ত চিতায় তোলা হলো? আরে কাপুরুষের দল, আন্দোলন আমরাও করেছিলাম। নির্বাচন আমরাও প্রতিহত করেছিলাম। কীভাবে করেছিলাম সেটা এরশাদ সাহেব জানেন। প্রার্থীদের বাসায় কাফনের কাপড় পাঠিয়েছিলাম।

যেসব বেঈমান সেই সময় নির্বাচন করেছিলো তারা জানেন কি ঘটেছিল তাদের কপালে। প্রার্থীরা মাঠে তো দূরের কথা, বাড়িতে এমনকি এলাকাতেও ছিল না। তাদের বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায়নি। কীসের পুলিশ-মেলিটারি পুলিশ। তারপরের ঘটনা সবাই জানেন।

আপনারা এমপি-মন্ত্রী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা কোন প্রার্থী, সরকারি কর্মকর্তাদের কিছু করতে পারেন না। সাধারণ ও নিরীহ মানুষ যেসব গাড়িতে, ট্রেনে চড়ে তাতে আগুন দিচ্ছেন। এই আপনাদের হেডম? হোমরা-চোমরাদের গাড়ি-বাড়ি আপনাদের চোখে পড়ে না? অত দম যদি না থাকে তাহলে কেন এই চোর-পুলিশ খেলা? আন্দোলনের নামে এসব মশকরা বন্ধ করে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করুন।

লেখক : মঞ্জুরে খোদা টরিক – গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক


সর্বশেষ - রাজনীতি