1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পাঁচ বছর পর বাংলাদেশের জিডিপি হবে ৭০ হাজার কোটি ডলার

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

পাঁচ বছর পর ২০২৮ সালে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ থাকবে ২৬ নম্বরে। এ সময় বাংলাদেশের মোট জিডিপির আকার হবে ৭০ হাজার কোটি ডলারের।

পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিকস আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, ২০২৮ সালে শীর্ষ চার অর্থনীতির দেশের তালিকায় তিনটিই হবে এশিয়ার। এর মধ্যে চীন দ্বিতীয়, ভারত তৃতীয় ও জাপান হবে চতুর্থ। চীনের জিডিপির পরিমাণ হবে ২৭ লাখ কোটি ডলারের বেশি। আমেরিকা ও চীন থেকে অনেকটা পিছিয়ে থাকবে ভারত, জিডিপির মোট পরিমাণ হবে সাড়ে ৫ লাখ কোটি ডলার।

এতে আরও বলা হয়েছে, ২০৭৫ সালে আমেরিকাকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর তালিকায় ১ নম্বরে থাকবে চীন। ওই বছর দেশটির মোটি জিডিপির আকার হবে ৫৭ লাখ কোটি ডলার। আমেরিকার অবস্থান ২ নম্বরেও থাকবে না। দ্বিতীয় অবস্থানে থাকবে ভারত, জিডিপির পরিমাণ হবে ৫২ লাখ ৫০ হাজার কোটি ডলার। তৃতীয় অবস্থানে থাকবে আমেরিকা, জিডিপির আকার হবে ৫১ লাখ কোটি ৫০ হাজার কোটি ডলার।

উল্লেখ্য, আইএমএফ অনুযায়ী দেশের জিডিপির মোট আকার ৪৬০ বিলিয়ন ডলার বা ৪৬ হাজার কোটি ডলার। শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশ ৩৫তম অবস্থানে রয়েছে। এবার আইএমএফ জানাল, ২০২৮ সালে বাংলাদেশের অগ্রগতি হবে।


সর্বশেষ - রাজনীতি