1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

তুরস্কে উদ্বোধন হলো বঙ্গবন্ধু মেমোরিয়াল ফরেস্ট

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

মহান বিজয়ের ৫২তম বার্ষিকী যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস, আংকারা। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাষ্ট্রদূত মো. আমানুল হকের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিকেলে তুরস্কের কোনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফরেস্ট উদ্বোধন করা হয়। কোনিয়ায় বাংলাদেশ দূতাবাস আংকারা এবং বাংলাদেশ অনারারি কনসুলেট কোনিয়া ও রিজিওনাল ডিরেক্টরেট অব ফরেস্ট্রির যৌথ আয়োজনে ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ফরেস্ট-এ ১০০০০ (দশ হাজার) বৃক্ষরোপণ কর্মসূচি’ ফিতা কেটে উদ্বোধন করেন রাষ্ট্রদূত মো. আমানুল হক।

কোনিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল ডেনিজ বুলকার এবং রিজিওনাল ডিরেক্টরেট অব ফরেস্ট্রির আবদুসেত্তার ইয়ারার, কোনিয়ার বিশ্ববিদ্যালয়ের রেক্টর, ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশি ও তুরস্কের গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মো. আমানুল হক বলেন, বাঙালি জাতির কল্যাণে ও তাদের অধিকার নিশ্চিত করতে বঙ্গবন্ধু আমৃত্যু নিরলস পরিশ্রম করে গেছেন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আংকারার কেচিওরানে বঙ্গবন্ধু মেমোরিয়াল পার্ক ও চায়ওলুতে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য এবং কোনিয়ায় বঙ্গবন্ধু মেমোরিয়াল ফরেস্ট স্থাপনের মাধ্যমে তুর্কি-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত ও সুদূরপ্রসারী হবে এবং তুরস্কের জনসাধারণ বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও তার জীবনাদর্শ সম্পর্কে আরও জানতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ - রাজনীতি