1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

গহিন পাহাড়ে দেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

হাতে আঁকা ছবির মতোই ছোট্ট এক পাহাড়ি গ্রাম। এর প্রতিটি বাড়ির আঙিনায় ফুটে আছে নানা প্রজাতির ফুল। কোথাও নেই এতটুকু ময়লা-আবর্জনা। নিজ উদ্যোগে বাসিন্দারাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন বাড়িগুলো। বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়া গ্রামটি এখন দেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে স্বীকৃত।

এ গ্রামে ঢুকলেই মনে হবে শিল্পীর আঁকা কোনও নিখুঁত ছবি। মাঝপথ দিয়ে চলে গেছে পাকা সড়ক। দুপাশে সাজানো-গোছানো সব ঘর। আকর্ষণের কেন্দ্রে রয়েছে প্রতিটি বাড়ির সীমানা থেকে শুরু করে আঙিনা পর্যন্ত ফুলের বাগান।

দশ একর জায়গার ওপর গড়ে উঠা এ মুনলাই পাড়ায় ৬৫টি পরিবারের বাসিন্দা ৩১৫ জন। গ্রামের সবাই বম সম্প্রদায়ের। ধর্মীয়ভাবে খ্রিষ্টান হওয়ায় এখানে রয়েছে দুটি গির্জা।

গ্রামের বাসিন্দা ভানমুনুয়াম বম বলেন, ‘আমরা সবাই একসঙ্গে বসে এক মিটিংয়ে সিদ্ধান্ত নিই যে, সবার বাড়িতে ফুলগাছ লাগাব। সে অনুযায়ীই কাজ করেছে সবাই। ফুলে ফুলে এখন সবার বাড়ি ভরপুর। এছাড়াও পরিচ্ছন্নতার কাজও আমরা সমন্বিতভাবেই করি।’

গ্রামের আরেক বাসিন্দা কার্বারি লিয়ান অং বম বলেন, ‘আমাদের গ্রামটি দেশের অন্যতম পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত। সবাই নিজেদের সৌন্দর্য প্রকাশ করতেই আগ্রহী বেশি। কার বাড়ি বেশি সুন্দর –এ নিয়ে চলে প্রতিযোগিতা।’

গ্রামটি পরিচ্ছন্ন হওয়ায় শিক্ষার্থীরাও পড়াশোনা করে বেশ আনন্দ নিয়ে। কবিতা-গানে-ছন্দে নিজেদের ভেতরের সৌন্দর্যের মহিমাও প্রকাশ করে তারা। দেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হওয়ায় মহাখুশি স্কুলের শিক্ষকরাও।

মুনলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন বম বলেন, ‘শিশুশিক্ষার পরিবেশও বেশ ভালো এ গ্রামে। শুধু বিদ্যালয় নয়, প্রতিটি জায়গাই যেন এখানে শিক্ষার। বাংলাদেশের এমন একটি গ্রামের বাসিন্দা হওয়ায় আমরা গর্বিত।’


সর্বশেষ - রাজনীতি