1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সুস্থ রাজনীতির চর্চা ও গণতন্ত্রের ধারাবাহিকতা

ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

ক’দিন আগে ব্যক্তিগত কাজে আমার একটি বিভাগীয় শহরে যাওয়া পড়েছিল। সে সময়টায় ঐ শহরের একটি বৃহৎ রাজনৈতিক দলের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। এ সময়ের বহুল আলোচিত সমাবেশগুলোর অন্ততঃ একটিকে এত কাছ থেকে দেখার সুযোগটা আমি একদমই হাতছাড়া করতে চাইনি।

মহাসমাবেশের আগের রাতে মহাসমাবেশস্থল আর শহরে ঘোরাঘুরি আর সমাবেশের দিন সকাল থেকে সমাবেশটির শেষ পর্যন্ত চারপাশে হাল-হকিকত দেখে এদেশের হালের রাজনীতি নিয়ে আমার কিছু নতুন উপলব্ধি পাঠকের সাথে ভাগাভাগি করে নেয়ার তাগিদটা বেশ ক’দিন ধরেই খুব বেশি করে তাড়া দিচ্ছিল বলেই এই দফায় লিখতে বসা।

মহাসমাবেশের আগের দিন বিমানে বিভাগীয় শহরটিতে পৌঁছালাম। সড়কপথে যাবার উপায় নেই, কারণ পরিবহন মালিক-শ্রমিকরা পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে বিভাগীয় শহরটিকে কার্যতঃ দেশের অবশিষ্ট অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। কিন্তু এতে করে জনসমাবেশের কোন ঘাটতি হতে আমি দেখিনি। বরং রাতের বেলা সমাবেশের ময়দানে ঘুরতে যেয়ে মনে হয়েছে সেখানে একটা উৎসবের পরিবেশ বিরাজ করছে।

বিশাল মাঠের মানুষে থৈ-থৈ অবস্থা। যে বিভাগীয় শরহটিতে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছিল সেখানকার মানুষ যে আঞ্চলিক ভাষায় কথা বলেন, সম্মেলনস্থলে বেশিরভাগ না হলেও অনেক মানুষকেই তার চেয়ে ভিন্ন ডায়ালেক্টে কথা বলতে শুনলাম। আমার চেম্বারে যেহেতু সারাদেশের মানুষের যাতায়াত, প্রায় দুই দশকের চেম্বার প্র্যাক্টিসের অভিজ্ঞতার দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আঞ্চলিক কথোপকথনের সাথে আমি বেশ ভালোভাবেই পরিচিত।

সে অভিজ্ঞতায় বেশ বুঝতে পারছিলাম এই মানুষগুলোর অনেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। এসেছেন সুদূর উত্তর এবং দক্ষিণবঙ্গ থেকেও। পরিবহন ধর্মঘটের কারণে সমাবেশে অংশ নিতে তারা আগে-ভাগেই চলে এসেছেন।

সমাবেশস্থলের আশপাশে শীতের রাতে বিক্রি হচ্ছে নানা ধরনের শীতের খাবার আর ডিনারতো বটেই। মাঠের চারপাশে পুলিশের সতর্ক উপস্থিতি নিশ্চিত করছে সমাবেশে যারা এসেছেন তাদের নিরাপত্তা। এমনকি সিটি কর্পোরেশন থেকে ভ্রাম্যমাণ টয়লেটের সুবন্দোবস্ত দেখলাম।


সর্বশেষ - রাজনীতি