1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির দুই কেন্দ্রীয় নেতা বহিষ্কার

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় নির্বাচনের কার্যক্রমে যুক্ত হওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ একে একরামুজ্জামান ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাদেরকে বর্তমান পদসহ বিএনপির প্রাথমিক এবং সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সৈয়দ একে একরামুজ্জামান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। সোমবার (২৭ নভেম্বর) তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. বকুল মিয়া নামের একজন।

অপরদিকে, শাহ মো. আবু জাফর সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন। তিনি ফরিদপুর-১ আসন (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙা) থেকে নির্বাচন করবেন বলে জানা গিয়েছে।


সর্বশেষ - রাজনীতি