1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে খুলনার পথে ‘সুন্দরবন এক্সপ্রেস’

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে খুলনায় ছেড়ে গেছে সুন্দরবন এক্সপ্রেস। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে কমলাপুর ছাড়ে ট্রেনটি।

এর আগে, বুধবার (১ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ট্রেনটি খুলনা ছাড়ে। প্রায় ৮টা ঘণ্টা পর ট্রেনটি ঢাকায় পৌঁছায়। ট্রেনের যাত্রীরা তাদের ভিন্ন রকম ভালো লাগার কথা জানান।

রেলওয়ে সূত্র জানায়, খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে ‘সুন্দরবন এক্সপ্রেস’ দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করে কমলাপুর রেলওয়ে স্টেশনে থেমেছে।

বৃহস্পতিবার থেকে নতুন রুটে যাত্রা শুরু করবে ‘বেনোপোল এক্সপ্রেস’। এদিন ট্রেনটি বেনাপোল ছাড়বে দুপুর ১টায় এবং ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছাবে শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে।

গত ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রেলপথ উদ্বোধন করেন।

পদ্মা সেতুতে রেল সংযোগের ফলে ঢাকা-খুলনা রুটের দূরত্ব কমবে ২১২ কিলোমিটার। চলাচলের সময় বাঁচবে প্রায় দুই ঘণ্টা। তবে নতুন এ পথে ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে।

নতুন রুটের পাশাপাশি বঙ্গবন্ধু সেতু হয়ে আগের রুটেও খুলনা থেকে ঢাকায় ‘চিত্রা এক্সপ্রেস’ নিয়মিত চলাচল করবে। সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসে গড়ে প্রতিটি ট্রেনে ১ হাজার যাত্রী যাতায়াত করে থাকেন।


সর্বশেষ - রাজনীতি