1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ডেমরা ও বায়তুল মোকাররমের গেটে বাসে আগুন, দগ্ধ হেলপারের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

রাজধানীর ডেমরার দেইল্লা বাস স্টেশন এলাকায় অসিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৯ অক্টোবর) ভোর ৩টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এতে বাসে ঘুমিয়ে থাকা এক শ্রমিক নাম মো. নাঈম (২২) দগ্ধ হয়ে মারা গেছেন।

সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, নিহত বাস হেলপারের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন রবিউল (২৫) নামে আরও একজন। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মৃত নাঈম বরিশাল জেলার কোতোয়ালি উপজেলার আলম চকিদারের ছেলে। বর্তমানে তিনি ডেমরার হাজীনগরের থাকতেন।

পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। সে সময়ে বাসটি রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল। আর তারা ভেতরে ঘুমিয়ে ছিল।’

বায়তুল মোকাররমের গেটে বাসে আগুন

বিএনপি-জামায়তের হরতাল চলাকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চলতি অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

রোববার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা কেউ বলতে পারছে না। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতেদ পারেননি বলে জানা গেছে।

উৎসব পরিবহনের মালিক রফিকুল ইসলাম বলেন, বাসটি রানিং থাকা অবস্থায় আগুর জ্বলতে শুরু করে। গাড়িতে কোনো যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখিনি। হঠাৎ করেই আগুন লেগে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় বেশিরভাগ গাড়ি পুড়ে গেছে।


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত