1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

২৮ অক্টোবরের মহাসমাবেশের জন্য লোক ভাড়া করছে বিএনপি!

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে দশ লাখ মানুষ সমবেত করার পরিকল্পনা করেছে বিএনপি।

সমাবেশকে কেন্দ্র করে লোক ভাড়া করার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে।

জানা গেছে, ২৮ অক্টোবরের কর্মসূচিতে ঢাকার মধ্যে লোক ভাড়ার জন্য পুরুষদের জন্য জনপ্রতি ৫০০ টাকা এবং মহিলাদের জন্য জনপ্রতি ৭০০ টাকা‌ ধার্য করেছে বলে জানা গেছে। এছাড়া ঢাকার বাইরে থেকে লোক আনতে জন প্রতি দেড় হাজার টাকা বাজেট নির্ধারণ করেছে বিএনপি।

রাজধানীর তোপখানা রোডে খাবার হোটেলগুলোতে এ নিয়ে আলোচনা চলছে।

বিএনপির ঢাকা মহানগর কমিটির এক নেতা বলেন, জনসভায় লোক জড়ো করা এখন কিছুটা সমস্যা। একাধিক মামলার আসামিরা বা ওয়ারেন্টভুক্ত আসামিরা ধরা পড়লে এক বছর লাগবে জামিনে। তাই মামলা থাকা নেতাকর্মীরা জনসভায় আসছে কম।

বিএনপিকে বড় সমাবেশ করতে ভাড়া করা লোকের উপরই ভরসা করতে হচ্ছে। এ নিয়ে বিএনপির সমমনা ইসলামী দলগুলোর সহায়তা চাওয়া হয়েছে বলেও একটি সূত্র নিশ্চিত করেছে। তাদের জন্য আলাদা বাজেট প্রস্তাব করা হয়েছে।

ইসলামী দলগুলো টাকার পরিবর্তে খাবারের বিনিময়ে নিজেদের সমাবেশে নেতাকর্মী এনে থাকে। তবে ২৮ অক্টোবরের সমাবেশে ঢাকার বাইরে থেকে কর্মীদের আনতে বিএনপির সমমনা ইসলামী দলগুলো নতুন অফার দিচ্ছে বলে শোনা যাচ্ছে। ঢাকায় আসা-যাওয়ার ভাড়া, ঢাকায় থাকা খাওয়া ফ্রি, পকেট খরচ ৩০০ টাকা।

মাদ্রাসা ও এতিমখানায় জনসভায় আগত লোকজনের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানা গেছে।

আগামী মহাসমাবেশ ঘিরে সরকারের পতন ঘটিয়ে বাড়ি ফিরবে শীর্ষ নেতারা কর্মীদের এই বলে আশ্বস্ত করছে।

এদিকে মহাসমাবেশের এই বিপুল অর্থ ব্যয় নিয়ে নানা প্রশ্ন তুলেছেন অনেকে। বিএনপির এত টাকা কোথা থেকে আসছে এমন প্রশ্ন যেমন উঠছে তেমনি ভাড়া করা লোক দিয়ে সরকার পতন করা যাবে কিনা এমন প্রশ্নও তুলছেন সচেতন নাগরিকগণ।


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত

বঙ্গবন্ধুকে হত্যার পর মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল

শেখ হাসিনা সংসদ pm mp

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার কারণ জানালেন শেখ হাসিনা

নারী ফুটবল দল পাচ্ছে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক’ 

শিবিরকর্মীদের রাষ্ট্রবিরোধী অপপ্রচার, গুজব ও উসকানি!

দেশের প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার

ফেসবুক-ইনস্টাগ্রামে গান শোনার সুবিধা এবার বাংলাদেশে

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

‘মুজিব আমার পিতা’ অ্যানিমেশন চলচ্চিত্র মুক্তি ১ অক্টোবর

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকে এলো রিলস

নতুন জঙ্গি সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক জামায়াতের আমির