1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিদ্যুৎ কেন্দ্রের ৫৬ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে আসা সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি সাগর জিৎ থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) দুপুর থেকে শ্রমিকরা এ কাজ শুরু করে। এর আগে, সকালে জাহাজটি মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করে।

ওই বাণিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করে জানায়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৬ হাজার ৫১০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ৩০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। এরপর চট্টগ্রাম বন্দরে ২৩ হাজার ৪০০ মেট্রিক টন খালাস করে সকালে জাহাজটি ৩৩ হাজার ১১০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করে জাহাজটি।

দুপুর থেকে শুরু হয়েছে জাহাজ থেকে লাইটারে কয়লা খালাস কাজ। এরপর নেওয়া হবে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।


সর্বশেষ - রাজনীতি