1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

‘দেখা হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড!’- আফগান বধের পর ম্যাশ

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

পরের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে ইংলিশদের একপ্রকার হুমকিই দিয়ে রাখলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে-বলে শাসন করে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। পরের ম্যাচে ১০ অক্টোবর ধর্মশালাতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর ইংলিশদের একপ্রকার হুমকিই দিয়ে রাখলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শনিবার ধর্মশালায় টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দারুণ বোলিংয়ের সামনে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয় আফগানরা। যা মিরাজ-শান্তর ব্যাটে ৩৪.৪ ওভারেই পাড়ি দেয় বাংলাদেশ, তখনও বাকি ছিল ৯২ বল। বল হাতে রেখে জেতার দিক থেকে বিশ্বকাপে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

এমন জয়ের পর সাকিব আল হাসানের অধিনায়কত্ব, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, পেস বোলিংসহ সবার পারফরম্যান্সের প্রশংসা করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। পোস্টে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন তিনি, সঙ্গে ইংল্যান্ডের উদ্দেশে বলে রেখেছেন, দেখা হবে।

মাশরাফি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘দারুণ শুরু! জয়ের কোনো বিকল্প ছিল না। আফগানরা শুরুটা করেছিল দুর্দান্ত। কিন্তু সাকিব বারবারই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছে। মাঝখানে মিরাজের আঁটসাঁট বোলিংয়ে সাথে পেস বোলারদের কম্বিনেশনে একের পর এক উইকেট নিয়ে বাংলাদেশ খেলা নিজেদের হাতেই রেখেছে। সাকিবের বোলিং রোটেশন থেকে শুরু করে ফিল্ড প্লেসিং, এসবের সঙ্গে নিজের বোলিং প্রমাণ করে, সে কতোটা প্রো-অ্যাক্টিভ। মাঠের ভেতরে চাপের সময়টাতেই নিজের সেরাটা সব সময় বের করে আনে ও।’

ব্যাটে-বলে আলো ছড়িয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার জেতা মেহেদী হাসান মিরাজকে নিয়ে মাশরাফি লিখেছেন, ‘মিরাজ বর্তমানে এই দলের সবচেয়ে বড় সম্পদ। দল তাকে যেভাবে চাচ্ছে, সেই ভাবেই সে নিজের সেরাটা ঢেলে দিচ্ছে। আবারও বলছি, বাংলাদেশের ফাস্ট বোলিং গ্রুপ এবার আমাদের স্বপ্নের ঘোড়া, তাদের উপর নির্ভর করছে আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ।’

ওপেনারদের প্রসঙ্গে মাশরাফির ভাষ্য, ‘ব্যাটিংয়ে ওপেনাররা রান করেনি ঠিক, তবে অ্যাপ্রোচ খারাপ ছিল না। এখনই তাদের নিয়ে খুব বেশি আলোচনা করাও ঠিক হবে না। সময় মতো যেদিন দরকার, ঠিক সেদিন জ্বলে উঠলেই চলবে। শান্ত যে এখন অনেক পরিণত ও দারুণ ফর্মে আছে, তার প্রমাণ আজকের ব্যাটিং। সময় নিয়ে ব্যাট করে খেলাটা নিজেদের করে নিয়েছে, যেটা আজকের দিনে বেশি প্রয়োজন ছিল।’

পোস্টের সর্বশেষ অংশে বাংলাদেশকে অভিনন্দন জানান মাশরাফি, সেই সঙ্গে পরের ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ডকে নিয়ে লেখেন, ‘অভিনন্দন বাংলাদেশ! দেখা হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড!!!’


সর্বশেষ - রাজনীতি