1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

উৎপাদন বাড়াতে রবি ফসলের প্রণোদনা দেবে সরকার

বানিজ্য প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

আসন্ন রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে ১৩৭ কোটি টাকার প্রণোদনা ঘোষণা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রণোদনার এই অর্থ সারাদেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হবে। গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রণোদনার আওতায় সারাদেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে দেওয়া হবে বীজ ও সার। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে দেওয়া হবে এ প্রণোদনা। গত ২৬ অক্টোবর এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরা বলেন, ফসল উৎপাদন বাড়ানো এবং কৃষকদের কৃষিকাজে ধরে রাখতে উৎসাহ দেওয়াই এ প্রণোদনার উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, রবি ফসলের উৎপাদন বৃদ্ধিতে ১৩৭ কোটি টাকার প্রণোদনার ঘোষণা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য সহায়ক হবে। তবে প্রণোদনা যেন প্রকৃত কৃষক পান, সে বিষয়ে মন্ত্রণালয়ের খেয়াল রাখতে হবে।


সর্বশেষ - রাজনীতি