1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সুপারির বাম্পার ফলন : দামে খুশি কৃষকরা

চাঁদপুর জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

বাম্পার ফলনের পাশাপাশি বাজারে সুপারির ভালো দাম পাওয়ায় খুশি বাগান মালিকরা। এই উপজেলার মাটি সুপারি উৎপাদনের উপযোগী। তাই বাগানের পাশাপাশি বাড়ির আঙিনায় ও আশেপাশে সুপারি গাছ রয়েছে। অনেকের সংসার এই সুপারির বিক্রির টাকা দিয়েই চলে বলে জানান স্থানীয়রা। চাঁদপুরের হাইমচর উপজেলায় সুপারির বাম্পার ফলন হয়েছে।

সাধারণত কার্তিক ও অগ্রহায়ন মাস হলো সুপারির মৌসুম। তবে এবছর সময়ের আগেই সুপারি পাওয়া যাচ্ছে। উপজেলা সদরের জনতার বাজার, হাইমচর বাজার, চর ভৈরবীর বাজার, কাটাখালী বাজারসহ স্থানীয় প্রতিটি বাজারেই সুপারির জমজমাট ব্যবসা চলছে।

বাগান মালিক সুশান্ত বলেন, আমার বাগান থেকে ২-৮ পণ এবং ১ কাহন সুপারি বিক্রি করতে পারি। এই সুপারি বিক্রি করেই আমার সংসার চলে। এবছর বাম্পার ফলন হওয়ায় ৮ কাহন সুপারি বিক্রি করতে পারি। বাজারে প্রতিপণ সুপারি প্রকারভেদে ১১০-১৫০ টাকা বিক্রি করছি।

সুপারির আরেকজন বাগান মালিক আব্দুল হাই বলেন, আমি প্রতিপণ সুপারি ১১০ টাকা দরে বিক্রি করি। গত বছররের তুলনায় এবছর দ্বিগুণ ফলন হয়েছে। আগামী দুইমাস পর্যন্ত সুপারি বিক্রি করতে পারবো। এতে আমি অনেক লাভবান হবো। আশা করছি আগামীতে আরো বেশি ফলন হবে।

সুপারি ব্যবসায়ী মনির বলেন, আমি গ্রামে ভেতরে বাড়ি বাড়ি থেকে সুপারি কিনে নিয়ে আসি। তারপর তা বাজারে বিক্রি করি। আমি যে সুপারি নিয়ে এসেছি সেগুলো ১২৫ টাকা পণ বিক্রি করছি। তবে বাজারে প্রকারভেদে সুপারি ৮০-১৫০ টাকা দরেও বিক্রি হয়।

উপজেলা কৃষি অফিসার মো. দেলোয়ার হোসাইন মিন্টু বলেন, প্রতিটি বাড়িতে সুপারির চাষ হচ্ছে। আবার অনেকে আছে যারা বাগান করে সুপারির চাষ করছেন। কৃষক তার পতিত জমিতে সুপারির চাষ করেন। অনেকে চারা করেন। আবার সেই চারাকে আবার চাষ করেন। হাইমচর উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে সুপারির বাগান রয়েছে। এইসব বাগান থেকে ৮ হাজার ৮০০ টন সুপারি উৎপাদন হয়েছে।


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত

নতুন স্বপ্ন দেখাচ্ছে ‘সোনালি আঁশ’

বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আত্মগোপনে থাকা ব্যক্তির নামে গুম/খুন বলে অপপ্রচার

২০২৪ সাল থেকেই পদ্মা সেতু হয়ে বেনাপোলে ছুটবে ট্রেন

আহমদ শফীকে অক্সিজেন মাস্ক খুলে হত্যা করে মামুনুল

ড. ইউনূসের করফাঁকি প্রমাণিত, ১৫ কোটি ৪১ লাখ টাকা পরিশোধের নির্দেশ হাইকোর্টের 

বন্যা মোকাবিলায় কাজ শুরু করেছে জেলা প্রশাসন, জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তায় ই-সিকিউরিটি চালু

চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ নৌপথ খনন ও টার্মিনাল করবে সরকার

‘উইটসা এমিনেন্ট পার্সনস’ অ্যাওয়ার্ড : নতুন অর্জন প্রধানমন্ত্রীর