গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেনকে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন দলটির একাংশের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, গঠনতন্ত্রবিরোধী কর্মকান্ডের জন্য গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে শোকজ করা হবে। শোকজের জবাব সন্তোষজনক না হলে চূড়ান্তভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় গণফোরাম ষষ্ঠ জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ প্রমুখ উপস্থিত ছিলেন। সুব্রত চৌধুরী অভিযোগ করে বলেন, ড. কামাল হোসেন এবং রেজা কিবরিয়া দলে গণতন্ত্রের চর্চা করছেন না। খুব শিগগিরই তাদের নোটিস দেওয়া হবে। তিনি বলেন, শোকজের পর জবাবে সন্তুষ্ট না হলে ড. কামাল ও রেজা কিবরিয়াকে দল থেকে বহিষ্কার করা হবে।
আগামী ২৬ অক্টোবর গণফোরামের কাউন্সিল হবে। তিনি আরও বলেন, আগামী সম্মেলনে যদি কামাল হোসেন আসেন তবে তাকে সঙ্গে নিয়ে আমরা গণফোরামকে সামনের দিকে এগিয়ে নেব। এই সিদ্ধান্ত ড. কামাল হোসেনের। তবে উনি যদি রেজা কিবরিয়াকে নিয়ে গণতন্ত্রহীন এবং স্বেচ্ছাচারিতামূলক কর্মকান্ড চালিয়ে যান তাহলে আমাদের সিদ্ধান্ত সম্মেলনের আগেও নেওয়া হতে পারে। তখন আমরা ২৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব না।