1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

২০ ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দিচ্ছে ভারত

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশকে ২০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। পাশাপাশি বাংলাদেশ-ভারত রেলসংযোগের উন্নয়নে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের সরকারি সফরে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ লোকোমোটিভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি।

সূত্র জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ রেলসংযোগ উন্নয়নে বেশ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো টঙ্গী-আখাউড়া লাইনকে ডুয়েলগেজে রূপান্তর, বাংলাদেশ রেলওয়েতে রেলওয়ে রোলিং স্টক সরবরাহ, ভারতীয় রেলওয়ের স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের কর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ, বাংলাদেশ রেলওয়ের সেবার উন্নতি নিশ্চিতে আইটি-সংক্রান্ত সহযোগিতা প্রদান।

বাংলাদেশ-ভারত রেলসংযোগের উন্নয়নে নেওয়া হয়েছে কিছু নতুন উদ্যোগ। এগুলো হলো কাউনিয়া-লালমনিরহাট-মোগলঘাট-নিউ গীতালদহ রেলসংযোগ, হিলি ও বিরামপুরের মধ্যে রেলসংযোগ স্থাপন, বেনাপোল-যশোর রেলপথ ও সিগন্যালিং ব্যবস্থা এবং রেলস্টেশনের মানোন্নয়ন, বুড়িমারী ও চ্যাংড়াবান্ধার মধ্যে রেলসংযোগ পুনঃস্থাপন, সিরাজগঞ্জে একটি কনটেইনার ডিপো নির্মাণ ইত্যাদি।


সর্বশেষ - রাজনীতি