1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নমুনা পরীক্ষার জন্য ইস্টার্ন রিফাইনারির ল্যাবে গিয়েছে রাশিয়ার তেল

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

রাশিয়া থেকে আনা ৫০ লিটার অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) যাবে। তার আগে এ নমুনা তেল যাবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে। সেখান থেকে পাঠানো হবে ইস্টার্ন রিফাইনারিতে। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেঝজনেফ জেএসসি তাদের অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা হিসেবে ৫০ লিটার তেল ঢাকায় পাঠায়। গত ২৪ আগস্ট এসব অপরিশোধিত তেলের নমুনা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা) খালিদ আহমেদ বলেন, ‘রাশিয়া থেকে আনা ৫০ লিটার তেলের নমুনা এখনও বিপিসিতে পৌঁছেনি। তবে আমদানিকারকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আজ পৌঁছার কথা। বিপিসিতে আসামাত্রই এ তেল পরীক্ষার জন্য ইস্টার্ন রিফাইনারির ল্যাবে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান বলেন, ‘তেলের নমুনা এখন পর্যন্ত ইস্টার্ন রিফাইনারিতে আসেনি। তবে তেলের আমদানিকারকরা আমাদের সঙ্গেও যোগাযোগ করেছেন। তারা আজ নমুনা পাঠাতে পারবেন বলে আমাদের জানিয়েছেন। নমুনা পেলে আমরা কাজ শুরু করবো।’

এ বিষয়ে বিপিসির পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা আছে, যেখান থেকে তেল কম দামে পাওয়া যাবে সেখান থেকে যাতে আমদানির চেষ্টা করা হয়। রাশিয়ায় তেল আছে। তারা কম দামে আমাদের জ্বালানি তেল দিতে ইচ্ছুক। এ কারণে প্রাথমিকভাবে নমুনা হিসেবে ৫০ লিটার তেল আনা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে এ তেল কতটুকু আমদানিযোগ্য। যদি পরীক্ষায় সন্তোষজনক রিপোর্ট আসে তাহলে পরবর্তী ধাপে যাওয়া যাবে।’


সর্বশেষ - রাজনীতি