1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সোনাজয়ী ইমরানুরের একটি চাওয়া

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

উদ্বোধন অনুষ্ঠানের মার্চপাস্টে লাল-সবুজের পতাকা প্রদর্শন, স্টেডিয়ামের লাউড বক্সে ‘বাংলাদেশ’ নাম ঘোষণা এবং পরে হিটে গিয়ে বিদায়! অ্যাথলেটিকসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এত দিন এটাই ছিল চেনা দৃশ্য; সেখানে কিনা গতকাল কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের পুরস্কার মঞ্চে সবার ওপরে বাংলাদেশের পতাকা, সেই সঙ্গে ‘আমার সোনার বাংলা’ সুর। গর্বিত ইমরানুর। বাবা-মাকে কথা দিয়েছিলেন দেশের হয়ে একদিন কিছু করবেন। কথা রেখেছেন লন্ডনপ্রবাসী ইমরানুর। ৬০ মিটার স্প্রিন্টে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। এশিয়ার কোনো মঞ্চে বাংলাদেশের স্প্রিন্টারের এমন কীর্তি আগে দেখেনি কেউ। ‘একটা স্বপ্ন নিয়ে ২০২১ সালে দেশে গিয়েছিলাম। মা-বাবা খুব করে চাইতেন দেশের হয়ে যেন কিছু করতে পারি। সেই স্বপ্ন বোধহয় পূরণ হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে পদক জিতেছি। বাবা-মা অনেক খুশি হয়েছেন।’ হোয়াটসঅ্যাপের অডিও কলে ভাঙা ভাঙা বাংলায় মেশানো ছিল ইমরানুরের গভীর আবেগ।

কথা ছিল কাজাখস্তান থেকে ফিরে যাবেন লন্ডনে কিন্তু দেশের হয়ে স্বর্ণ জয়ের পর তাঁকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। ‘তাঁর ফ্লাইট শিডিউল পরিবর্তন করা হয়েছে। আগামীকাল ইমরানুর ঢাকা ফিরবেন।’ তাঁর সঙ্গে থাকা অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মিন্টু জানান, তিনি আজ দেশে ফিরে বিস্তারিত মিডিয়ার সামনে জানাবেন। দেশে ইমরানুরের জন্য একটা বড় ধরনের সংবর্ধনা আয়োজনের ইচ্ছা আছে তাঁদের। ক্রিকেট, ফুটবল, আরচারি আর শুটিংয়ের বাইরে অ্যাথলেটিকস থেকেও যে সাফল্য আসতে পারে, তা এবার প্রমাণ করে দিলেন দেশের দ্রুততম মানব ইমরানুর।

ছেলেবেলায় ফুটবলেই সব মনোযোগ ছিল তাঁর। কিন্তু একটা সময় বুঝতে পারেন এশিয়ানদের জন্য ইংল্যান্ডে পেশাদার ফুটবলে নাম লেখানোটা কঠিন। তাই স্কুলে থাকতেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নাম লেখান। ২০১৪ ও ২০১৬ সালে ব্রিটিশ ইউনিভার্সিটি ইনডোর অ্যাথলেটিকস প্রতিযোগিতায় পছন্দের ৬০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছিলেন। কিন্তু তাঁর মা-বাবা চাইছিলেন ছেলে বাংলাদেশের হয়ে অংশ নিক আন্তর্জাতিক আসরগুলোতে। সেই লক্ষ্যেই বছরতিনেক আগে ঢাকায় এসে সব রেকর্ড ভেঙে পরপর তিনবার বাংলাদেশের দ্রুততম মানবের খেতাব জিতেছেন।

সিলেটি মা-বাবার সন্তান ইমরানুরের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। লন্ডনে একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষকের কাজ করার পাশাপাশি আরেকটি চাকরি করেন বাড়তি সময়ে। কাজের ফাঁকেই সময় বের করে জিম আর অনুশীলন করেন তিনি। ওই চাকরির বেতন থেকেই কিছু বাঁচিয়ে নিজের জন্য কোচ রেখেছেন। এনিয়ে একটি আক্ষেপও আছে তাঁর।

দেশে একটি স্পন্সর পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু গত বছর তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসে ফাইনালে ওঠার পরও কেউ স্পন্সর হতে এগিয়ে আসেনি। ভবিষ্যতে আরও ভালো করার জন্য হাই পারফরম্যান্স ট্রেনিং করার ইচ্ছা আছে তাঁর। এখন দিনে ২ থেকে ৩ ঘণ্টা অ্যাথলেটিকে সময় দেন। তাঁর চাওয়া স্পন্সর পেলে খেলাধুলায় সার্বক্ষণিক মনোনিবেশ করবেন। যদিও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও অ্যাথলেটিক ফেডারেশন থেকে কিছু আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন ইমরানুর। স্বর্ণ জয়ের পর ফোন পেয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের কাছ থেকে। প্রধানমন্ত্রীর শুভেচ্ছাও ইমরানুরকে জানিয়ে দেন জাহিদ আহসান রাসেল।

এবারও কাজাখস্তানে গিয়েছিলেন ভালো করার লক্ষ্য নিয়ে। কিন্তু স্বর্ণ জিতে যাবেন- এতটা নিজেও বুঝতে পারেননি। ‘ভালো করার লক্ষ্য ছিল, কিন্তু এতটা ভালো করব- সত্যিই তা ভাবতে পারিনি। হিটে প্রথম হওয়ার পর সেমিফাইনালের ফটো ফিনিশে দ্বিতীয় হই। সেটাই ফাইনালে আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। ট্র্যাকে হংকং, জাপান, কাতারের অ্যাথলেটরা ছিলেন কিন্তু আমি ভয় পাইনি। জানতাম নিজের সেরাটা দিতে পারলেই হবে।’ তবে এখানেই থেমে থাকতে চান না বাংলাদেশের ‘উসাইন বোল্ট’। ‘দক্ষিণ এশিয়ান গেমসে দেশকে স্বর্ণ জেতাতে চাই। এশিয়ান গেমসেও ভালো করতে চাই। দোয়া করবেন, যেন দেশের হয়ে আরও পদক এনে দিতে পারি।’


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত

তুর্কি কিশোরীকে জীবিত উদ্ধার বাংলাদেশের, সিরিয়ার পথে ত্রাণবাহী বিমান

মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেল বঙ্গভ্যাক্স

ভবিষ্যতের জন্য ডলার বুকিংয়ের সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক, সার্কুলার জারি

জাতিসংঘ শান্তি কমিশন ও রাবাব ফাতিমা

কৃষকের আশার আলো তিস্তা সেচ প্রকল্প

প্রথম ২৪ ঘণ্টায় মধুমতি সেতুতে টোল আদায় চার লাখ টাকা

পায়রা সমুদ্র বন্দর: উদ্বোধনের অপেক্ষায় প্রথম টার্মিনাল

ডুবন্ত এবি ব্যাংক: মোরশেদ খানের বিরুদ্ধে দেশের সবচেয়ে বড় জালিয়াতিসহ ব‍্যাপক অভিযোগ

বুদ্ধিজীবী হত্যা ও জামায়াতের পরিকল্পনা

মামুনুল হকের কথিত স্ত্রীর ২য় বিয়ের কথা জানেন না কোনো এলাকাবাসী