ভাবছি আমি ,
ভাবছো তুমি।
সারাদিন ভর,
ভাবতে ভাবতে কাটছে
দিন হচ্ছে রাত কাবার।
কি যে ভাবি আমি,
আবোল তাবোল।
হয়ে যাই পাগল,
তবুও ভাবছি আমি,
ভাবছি সারাদিন ভর।
(ভাবছি আমি এর রচয়িতা সাফিমুল হুদা মৌমিক, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন নবাগত লেখক।)