সুনামগঞ্জ ছাত্রলীগের নেতা ওয়াহিদুজ্জামান শিপলু হত্যা মামলায় তাহিরপুর থানার সাবেক ওসি শরিফুদ্দিনকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তাহিরপুর উপজেলা চেয়ারম্যানসহ ছয় আসামিকে খালাস দেয়া হয়।
খালাস পাওয়া আসামিরা হলেন, সাবেক এস আই রফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জুনাব আলী, উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল, যুবদল নেতা শাহজাহান মিয়া ও শাহীন আহমদ।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ বৃহস্পতিবার এই রায় দেন।
জানা গেছে, ২০০২ সালের ২০ মার্চ বিকালে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা শিপলুর বাড়িতে হামলা চালান। এ সময় গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পর দিন শিপলুর মা আমিরুন্নেসা বাদী হয়ে ওসিসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
১৫ বছর পর মামলার শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।