ইবার্তা ডেস্ক রিপোর্ট: রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ ১৮ আগস্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, প্রতিবারের মতো এবারও ১০ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। বিশেষ ব্যবস্থাপনায় ঢাকা ও চট্টগ্রাম স্টেশনে আজ শুক্রবার সকাল ৮টা থেকে ঈদপূর্ব আগাম টিকিট বিক্রি হবে।
মুজিবুল হক আরও জানান, ১৮ আগস্ট বিক্রি হবে ২৭ আগস্টের টিকিট। এরপর ১৯, ২০, ২১ ও ২২ আগস্ট যথাক্রমে ২৮, ২৯, ৩০ ও ৩১ আগস্টের টিকিট পাবেন ঘরমুখো যাত্রীরা। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট, চলবে ২৯ আগস্ট পর্যন্ত।