1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

রেলপথে আসছে ডাবল ডেকার কোচ

বিশেষ প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২৪ জুলাই, ২০২৩

সংসদীয় স্থায়ী কমিটি রেলের যাত্রী বাড়ানোর বিষয় বিবেচনায় নিয়ে রেলে ডাবল ডেকার কোচ সংযুক্ত করার সুপারিশ করেছে। রবিবার জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ. বি. এম. ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক হয়। কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খাঁন, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

এ বৈঠকে ২৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে ঢাকা সার্কুলার রেললাইন নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করে স্থায়ী কমিটি। চৌষট্টি হাজার একর জমিতে রেলওয়ের পূর্ব ও পশ্চিম জোন কর্তৃপক্ষকে বৃক্ষরোপণের বিষয়ে নির্দেশনা প্রদান করে স্থায়ী কমিটি।

এছাড়া চট্টগামে অবস্থিত ঐতিহাসিক ইউরোপীয়ান ক্লাব ও রেলওয়ে যাদুঘর যথাযথভাবে সংরক্ষণের জন্য পুনরায় সুপারিশ করেছে কমিটি। এ বৈঠকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাটিয়াজুরি স্টেশনে শিগগিরই ট্রেন থামবে বলে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ - রাজনীতি