1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

যুক্তরাষ্ট্রে মানুষের নিরাপত্তা-মানবাধিকার নিয়ে প্রশ্ন নিহত রমিমের মায়ের

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২২ জুলাই, ২০২৩

যুক্তরাষ্ট্রে নিহত চট্টগ্রামের যুবক রমীমের মা এখনো চেয়ে আছে কবে ফিরবে সন্তানের নিথর দেহ। যুক্তরাষ্ট্রের মতো দেশে এভাবে গুলি করে তার সন্তানকে হত্যা করা হবে তা কোনোভাবে মেনে নিতে পারছেন না এই মা। রমীম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘আমরা চট্টগ্রামবাসী’।

গেলো চারদিন ধরেই শোকাতুর মায়ের কান্না যেন থামছেই না। হত্যার খবর শোনার পর থেকে প্রিয় সন্তানের নিথর মুখ এক নজর দেখার আকুতি তার। তবে কারো কাছ থেকেই কোনো সাড়া পাচ্ছেননা যুক্তরাষ্ট্রে নিহত চট্টগ্রামের যুবক ইয়াজ উদ্দিন রমীমের মা নাসিমা বেগম। সন্তান হত্যার বিচারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মতো দেশ তার সন্তানের নিরাপত্তা দিতে পারেনি এই নিয়েও ক্ষোভ তার।

নিহত রমীমের মা নাসিমা বেগম বলেন, ওখান থেকে আসতে দেরি হলে আমাকে আমেরিকা যাওয়ার অনুমতি দেয়া হয় যেন। আমি আর থাকতে পারছি না। আমেরিকার মতো জায়গায় আমার ছেলের নিরাপত্তা পাইলাম না।

রমীম হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে আমরা চট্টগ্রামবাসী ব্যানারে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা যুক্তরাষ্ট্রে মানুষের নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলেন। ক্ষোভ জানান, পুলিশ হেফাজত থেকে রমীমের হত্যাকারি পালিয়ে যাওয়ায়।

একজন বলেন, আমেরিকাতে প্রতিদিন পুলিশের গুলিতে যে তিনজন করে লোক মারা যায় এবং বছরে প্রায় এক হাজারের অধিক যেভাবে মানুষ মারা যায়। আরেকজন বলেন, সন্ত্রাসীরা গুলি করে মানুষ হত্যা করে অথচ সেই আমেরিকা বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলে।

মানববন্ধনে অংশ নিয়ে রমীমের বড় ভাই রিয়াজ উদ্দিনও দাবি জানান ভাই হত্যার বিচারের। আকুতি জানান ভাইয়ের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার।

নিহত রমীমের বড় ভাই রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, বাইডেন প্রশাসনের কাছে, আমেরিকার অ্যাম্বেসির কাছে ও বাংলাদেশ সরকারের কাছে এর সুষ্ঠু বিচারের অনুরোধ করছি।

গেলো ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের মিসৌরিতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান ২২ বছর বয়সী ইয়াজ উদ্দিন আহমেদ রমীম। সেখানে একটি ফিলিং স্টেশনে কাজ করতেন তিনি। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ের করের হাটে। এর আগে গেল জানুয়াতি যুক্তরাষ্ট্রে নিহত হন চট্টগ্রামের আরেক যুবক ফয়সাল।


সর্বশেষ - রাজনীতি