1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সুইজারল্যান্ডে ৩য় বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর 

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১১ জুন, ২০২৩

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান সুইজারল্যান্ডের এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন। বিভিন্ন দেশের হয়ে অংশ নেওয়া ৪০ প্রতিযোগীর মধ্যে তিনি এই অবস্থান অর্জন করেন।

১০০ মিটার ইভেন্টে ইমরান ১০.৩৮ সেকেন্ড টাইমিংয়ে তৃতীয় হয়েছেন। অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের অ্যাথলেট ১০.৩৭ সেকেন্ড টাইমিং করে যথাক্রমে প্রথম ও দ্বিতীয়। ইমরান ০.০১ সেকেন্ড পেছনে থেকে তৃতীয় হয়েছেন।

সুইজারল্যান্ডে এই ইভেন্টে অংশ নিয়েই ইংল্যান্ডের ফ্লাইট ধরেছেন ইমরান। সুইজারল্যান্ডের বিমানবন্দর থেকে ইমরান বলেন, ‘আমার ফ্লাইট থাকায় দ্রুত বিমানবন্দরে এসেছি। তৃতীয় হওয়ায় হয়তো কিছু আর্থিক পুরস্কার তারা আমাকে পাঠাবে। তবে সেই অঙ্কটা জানি না।’

বাংলাদেশের এই দ্রুততম মানব পরিবার নিয়ে ইংল্যান্ডে বসবাস করেন।

উল্লেখ্য, এই বছর ফেব্রুয়ারিতে কাজাখস্তানের আস্তানায় ৬০ মিটার ইনডোরে স্বর্ণ জিতে ইতিহাস গড়েন ইমরান। ইমরানকে নিয়ে আসন্ন এশিয়ান গেমসে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ইমরানকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আর্থিকভাবে সহায়তা করছে।


সর্বশেষ - রাজনীতি