1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ঈদেও সেবা দেবে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস

বানিজ্য প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২ মে, ২০২২

ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে এবারও রপ্তানি পণ্যের জাহাজীকরণসহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রাখার পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন যেন বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যেই এমন পদক্ষেপ বলে জানানো হয়েছে।
 
এরইমধ্যে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ এ সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করেছে।
 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, সরকারি ছুটিতে কখনো বন্দরের সেবা বন্ধ থাকে না। কোভিড মহামারিতেও আমরা সেবা চালু রাখতে পেরেছিলাম। এতে চড়া দামও দিতে হয়েছে। কোভিডে বন্দরের ৫২ জন কর্মকর্তা-কর্মচারীকে হারিয়েছি আমরা। জীবন দিয়ে হলেও আমরা বন্দরের সুনাম ও সেবা অক্ষুণ্ণ রেখেছি।
 
তিনি জানান, প্রতি বছরের মতো এবারের ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। ঈদের দিন শুধুমাত্র সকালে এক শিফটের জন্য বন্দরের অভ্যন্তরে কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের দিন বিকেল থেকে কাজ চলবে পুরোদমে।
 
সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম চালু রাখার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তিতে সব আমদানি-রপ্তানিকারক, শিপিং এজেন্ট, বিজিএমইএ, বিকেএমইএ, সিএন্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্ট, প্রাইভেট অফডকসমূহসহ বন্দর সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের ঈদের ছুটিকালীন পণ্য ডেলিভারি নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
 
অন্যদিকে, ঈদের ছুটিতে চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম চালু রাখতে গত ২৫ এপ্রিল একটি নির্দেশনা জারি করে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।
 
ওই নির্দেশনায় পাঁচজন ডেপুটি কমিশনার এবং একজন সহকারী কমিশনারের তত্ত্বাবধানে সাতজন রাজস্ব কর্মকর্তা, ২২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং ১৩ জন শাখা সহকারীকে ২ থেকে ৪ মে পর্যন্ত ছুটি চলাকালীন শুল্কায়নের দায়িত্ব দেওয়া হয়।
 
চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটির সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে চট্টগ্রাম কাস্টমস হাউস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষত ঈদের বন্ধের সময়ে রপ্তানির চাপ থাকে। পণ্যের শুল্কায়ন নির্বিঘ্ন করতে পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। অন্য ধর্মাবলম্বী কর্মকর্তাদের ঈদের ছুটিকালীন শুল্কায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
 
তিনি বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। চট্টগ্রাম কাস্টমসেরও বড় ভূমিকা রয়েছে দেশের অর্থনীতিতে।


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত

ভয়-ভীতির ঊর্ধ্বে প্রশাসনের কার্যক্রম পরিচালনার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারত থেকে আমদানির পর হু হু করে কমছে দেশি পেঁয়াজের দাম

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব বনাম বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস

ঈদের মধ্যে নেই কোনো লোডশেডিং

আইএমএফের প্রতিবেদন: অতিদারিদ্র্যতা দূরীকরণে বড় সাফল্য বাংলাদেশের

৩৭ হাজার টন কয়লা নিয়ে এবার পায়রায় ভিড়ল ‘এমভি সাগরকান্তা’

নির্বাচন স্বচ্ছ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

রাজধানীর যেসব এলাকায় ৯ দিন বিদ্যুৎ থাকবে না

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা

বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল করতে বিএনপি-জামাতের ৫০ লক্ষাধিক টাকা বিতরণ