1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

এক ম্যাচে আয়ারল্যান্ডের সাত ক্রিকেটারের টেস্ট অভিষেক

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

টেস্ট আঙ্গিনায় পা রাখার পর এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ফেলেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে তারা খেলতে নামছে ৪র্থ টেস্ট। তবে টাইগারদের বিপক্ষে একাদশে অনেক বড় পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। মিরপুর টেস্টে অন্তত ৭ জনকে অভিষেক করাচ্ছে আজ তারা।

তবে, একেবারে নতুন টেস্ট খেলতে নামছেন ৬ জন। সঙ্গে রয়েছেন পিটার মুর। যিনি জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন এক সময়। জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট খেলার অভিজ্ঞতাও হয়ে গেছে আগে। কিন্তু আজ ৪ এপ্রিল আয়ারল্যান্ডের হয়ে প্রথম টেস্ট ক্যাপ পরতে যাচ্ছেন তিনি। তাকেসহ ধরে মোট ৭জনের অভিষেক হচ্ছে আজ।

একেবারে নতুন হিসেবে টেস্ট ক্যাপ মাথায় তুলতে যাচ্ছেন কার্টিস ক্যাম্ফার, মারে কমিন্স, হ্যারি টেক্টর, গ্রাহাম হিউম, লরকান টাকার এবং বেন হোয়াইট (তার প্রথম শ্রেণির অভিষেক)।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ

মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), মার্ক অ্যাডেয়ার, অ্যান্ডি বালবির্নি, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।


সর্বশেষ - রাজনীতি