1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ঈদে অতিরিক্ত ভাড়া ও হয়রানী বন্ধে কুইক রেসপন্স টিম

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

ঘরমুখো মানুষের যাত্রা সহজীকরণে ট্রাফিক পুলিশের বিশেষ উদ্যোগ নিয়েছে ডিএমপি’র ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোন। সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে স্থাপন করা হয়েছে ডিজিটাল ট্রাফিক মনিটরিং কন্ট্রোল রুম।

ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারিকুল ইসলাম মাসুদ জানান, ১৬টি সিসি ক্যামেরার মাধ্যমে সমগ্র টার্মিনাল এলাকার চারপাশসহ যাত্রাবাড়ী, মানিকনগর, গোলাপবাগ, জনপদ, ধলপুর, মাওয়া রোড, ধোলাইপাড় এলাকার যানচলাচল মনিটরিং করা হচ্ছে।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বক্ষণিক উপস্থিতিতে ডিজিটাল কন্ট্রোল রুম থেকে ট্রাফিক সংক্রান্ত অবজারভেশন ও নির্দেশনা সংশ্লিষ্ট এলাকায় ডিউটিরত সার্জেন্টদের ওয়ারলেস সেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। ফলে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারছেন।

টার্মিনাল এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানী বন্ধে কুইক রেসপন্স টিমের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। পরিবহন মালিক, চালক এবং যাত্রীদের সচেতন করতে মাইকিংসহ লিফলেট, স্টিকার বিতরণ করা হচ্ছে।


সর্বশেষ - রাজনীতি