করোনা পরিস্থিতিতে খুলনার দিঘলিয়া উপজেলায় সাড়ে ৫০০ কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার হিসেবে ছিল- ১০ কেজি চাল, এক কেজি ডাল, আধা লিটার তেল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, আধা কেজি চিনি, আধা লিটার দুধ ও এক প্যাকেট সেমাই।
এ সময় অনলাইনে যুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
খাদ্যসামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা মো. আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল আলমসহ উপজেলার কর্মকর্তারা।