1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ছাগু সম্প্রদায় চিরাচরিত স্বভাব অনুযায়ী গুজব ছড়াচ্ছে: আশরাফুল আলম খোকন

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

করোনা সঙ্কটেও থেমে নেই মিথ্য্যাচার ও গুজব। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই চরম সঙ্কটময় মুহূর্তেও তাদের বিবেক বাধা দিচ্ছে না। ছাগুদের মিথ্যচার ও গুজব রটনা নিয়ে আশরাফুল আলম খোকন তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে লিখেছেন:-
এই স্ক্রিনশট টা যে ছাগু সম্প্রদায় তৈরী করেছে তাতে কোনো সন্দেহ নাই। ডাক্তারদের খেপিয়ে তোলার জন্যই এটা করা হয়েছে। চোর যদি চুরি করে কিছু চিহ্ন রেখে যায়। ছাগুরা এতো কাঁচা হাতে গুজব চালায় তা জানা ছিল না। দেখেন কেন এইটা ভূয়া এবং নকল।
১. একজন ডাক্তার “ট্রান্সফার” এবং “কুয়েত” দুইটা বানান ভুল লিখেছে।
২. তিনি আজ ভোরে মারা গেছেন। গত মধ্যরাতে ২:১৪ মিনিটে এই টেক্সট পাঠিয়ে থাকলে কখনো বুধবার ( WED) লেখা আসবে না। শুধু টাইম স্ক্রিনশটে “ 2.14AM “লেখা আসবে।
৩. আগের বুধবার পাঠালে শুধু তারিখ ( APR 08, 2:14 AM) লেখা আসতো। বুধবার ( WED) উল্লেখ থাকতো না। এক সপ্তাহ হলে বার উল্লেখ থাকেনা।যে কেউ ফেসবুকের ইনবক্সে ঢুকে চেক করে দেখতে পারেন।
৪. আর বন্ধু তালিকারও যদি কেউ ডা. মঈন উদ্দিন এর ইনবক্সে ঢুকে তাহলে শুধু “ “ তার পুরা পদ পদবি আসবে না। যে কেউ ওনার আইডির ইনবক্সে ঢুকে চেক করতে পারেন।


সর্বশেষ - রাজনীতি