1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সরকারি প্রণোদনা: নড়াইলে ১০ হাজার চাষিকে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

আসন্ন আউশ মৌসুমে নড়াইলের ১০ হাজার চাষি পাচ্ছেন বিনামূল্যের উচ্চ ফলনশীল জাতের ৫ মেট্রিক টন আউশ ধানের বীজ।

আউশ উৎপাদনে চাষিদের উৎসাহী করে তুলতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ছাড়াও বিনামূল্যে রাসায়নিক সার বিতরণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এ কর্মসূচির আওতায় সোমবার (২৭ মার্চ) নড়াইল সদর উপজেলার তালিকাভুক্ত ৪ হাজার ৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় প্রত্যেক কৃষককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।

সদর উপজেলা কৃষি অফিস চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামানসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


সর্বশেষ - রাজনীতি