1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপির প্রার্থীর ভাঙ্গচুর, ব্যালট ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১৫ মার্চ, ২০২৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের আগের রাতেই বিএনপি সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে ভাঙ্গচুর, ব্যালট ছিনতাই ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাওয়া পালটা ধাওয়া হয়। সুপ্রিম কোর্ট বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিএনপির প্রার্থীর পক্ষের লোকজন ব্যালট ছিনতাই করছে। একাধিক আইনজীবী অভিযোগ করেন, তারা বিএনপিপন্থী আইনজীবী খোকনের লোকজন। নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন উপ কমিটির চেয়ারম্যানের পদত্যাগের পরিপ্রেক্ষিতে নতুন উপ কমিটি গঠনের কথা ছিলো।

এদিকে বিদ্যমান পরিস্থিতিতে আগামিকাল বুধবার ভোটগ্রহণ শুরু হবে কিনা বা নির্বাচন পরিচালনায় নতুন উপ কমিটি গঠন হবে কি না সে বিষয়ে নিশ্চিত কিছু জায়া যায়নি।

এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, এ সংক্রান্ত কোন তথ্য আমাদের কাছে আসেনি। আমরা খোঁজ নিচ্ছি।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী গত সোমবার (১৩ মার্চ) পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার সন্ধ্যায় বার সম্পাদকের কার্যালয়ে এ পদত্যাগপত্র পাঠান তিনি।

১৫ ও ১৬ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক পদে বর্তমান সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, ট্রেজারার পদে মাসুদ আলম চৌধুরী, সহ-সম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল, হারুনুর রশিদ। কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত সাত প্রার্থী হলেন— মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্রু, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান রানা।

আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, অ্যাডভোকেট সরকার তাহমিনা সন্ধ্যা, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট মো. আব্দুল করিম, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করবেন। কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট ফাতিমা আক্তার, অ্যাডভোকেট ফজলে এলাহি অভি, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ ও অ্যাডভোকেট রাসেল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণায় বলা হয়, ১৫ ও ১৬ মার্চ বার নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলাল এ তফসিল ঘোষণা করেন। কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদ-সহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপ-কমিটি গঠন করা হয়।


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত

জলবায়ু পরিবর্তন মোকাবিলা : বাংলাদেশের প্রশংসায় জন কেরি

তাইওয়ানের স্বাধীনতাকে আমরা সমর্থন জানাই না: বাইডেন

কওমি শিক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার পাঠ্যসূচির দাবি

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে বাংলাদেশকে কারিগরি সহায়তা দিবে ইতালি

নির্বাচনে বিএনপি নেতাদের প্রচারণা, ৫ জেলায় বহিষ্কার আরও ১১

১৭ আগস্ট: দেশব্যাপী সিরিজ বোমা হামলার ভয়াল দিন

ভোলার দৌলতখানের দুর্গম মাঝের চরের উৎপাদিত ক্যাপসিকাম রপ্তানি হচ্ছে দেশের বাইরেও 

শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ শতাংশ বিদ্যুৎ ও ২০ শতাংশ জ্বালানি ব্যয় কমানোর নির্দেশ

ইরাকে মোসাদের সদরদপ্তর ও সিরিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের

নাগরিকত্ব প্রাপ্তি সহজ হচ্ছে জার্মানিতে