1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বৈশ্বিক রাজনীতির সংকটের মধ্যেও বাড়ছে রপ্তানি আয়

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ৭ মার্চ, ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ডামাডোল ও বৈশ্বিক রাজনীতির সংকটের মধ্যেও বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৪২৯ কোটি ৪৫ লাখ (৪.২৯ বিলিয়ন) ডলার বিদেশি মুদ্রা দেশে এনেছেন বাংলাদেশের রপ্তানিকারকরা।

বর্তমান মার্কিন ডলারের বিনিময় হার (৮৬ টাকা) হিসাবে টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ প্রায় ৩৭ হাজার টাকা কোটি টাকা।

গত বছরের ফেব্রুয়ারির চেয়ে ৩৪.৫৪ শতাংশ বেশি রপ্তানি আয় দেশে এসেছে। এই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেশি এসেছে প্রায় ১৯ শতাংশ।

ফেব্রুয়ারি মাস ২৮ দিনে শেষ হয়েছে। তারপরও ৪.৩০ বিলিয়ন ডলারের আয়ে খুশি রপ্তানিকারকরা। এই আয় উল্লম্ফনের ইতিবাচক ধারারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তারা।

একক মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে এই আয় ৩য় সর্বোচ্চ; সবচেয়ে বেশি এসেছিল গত বছরের শেষ মাস ডিসেম্বরে ৪৯০ কোটি ৭৭ লাখ (৪.৯০ বিলিয়ন) ডলার। দ্বিতীয় সর্বোচ্চ এসেছিল আগের মাস জানুয়ারিতে ৪৮৫ কোটি ৩ লাখ ৭০ হাজার (৪.৮৫ বিলিয়ন) ডলার।

শুধু তৈরি পোশাক নয়, প্রায় সব খাতেই রপ্তানি আয় বেড়েছে। সব মিলিয়ে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৮ মাসের (জুলাই-ফেব্রুয়ারি) হিসাবে প্রায় ৩৪ বিলিয়ন (৩ হাজার ৩৮৪ কোটি ৩৪ লাখ) ডলার রপ্তানি আয় দেশে এসেছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩১ শতাংশ বেশি।

রপ্তানি আয় প্রায় প্রতি বছরই বাড়ে। তবে লক্ষ্যমাত্রা ছুঁতে পারে কমই। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। করোনার মধ্যেও দারুণ প্রবৃদ্ধির পাশাপাশি যতটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার চেয়ে বেশি হারে আয় করছে বাংলাদেশ।

৮ মাসের রপ্তানি আয় এবার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৬.৫০ শতাংশ বেশি।

জুলাই-ফেব্রুয়ারি সময়ে মোট রপ্তানি আয়ের মোট ৮১.২৫ শতাংশই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে। এ খাতে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩০.৭৩ শতাংশ বেশি বিদেশি মুদ্রা দেশে এসেছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি এসেছে ১৭.১৬ শতাংশ।


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত

বিমান দুর্ঘটনা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান

পরাজয়ে ভীত হয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি: হিরো আলমের স্ত্রী

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ঢাকা জেলা প্রশাসনের অনুদান

৩০ জুনের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়িত হবে

প্রধানমন্ত্রীর উপহার পেলেন পরিবহন শ্রমিকরা

রোববার নিউইয়র্ক যাচ্ছেন শেখ হাসিনা

আরচ্যারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে জার্মানির পথে বাংলাদেশ দল

ডজনখানেক শীর্ষ সাইবার সন্ত্রাসীর দেশবিরোধী মিশনের ফিরিস্তি

কমনওয়েলথ দেশগুলোতে উন্নয়ন-ব্যবসা জোরদার করার গুরুত্বারোপ শেখ হাসিনার 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী