1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সোনা জয়ী ইমরানুরকে দেওয়া হলো সংবর্ধনা ও ১৫ লাখ টাকা পুরস্কার

খেলাধুলা ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

কিছু দিন আগেই এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছেন ইমরানুর রহমান। লন্ডনে জন্ম নেওয়া ইমরানুর ইতিহাস গড়ে চারদিক থেকে শুভেচ্ছা পাচ্ছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অ্যাথলেটিকস ফেডারেশন আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে তাকে। পাশাপাশি তার হাতে ১৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও মুখ্য সচিব তফাজ্জল হোসেন মিয়া বলেছেন, ‘আমরা আনন্দিত। ইমরানের সঙ্গে সবাই ইতিহাসের সাক্ষী। আমরা গর্ববোধ করি। সে বাঙালি তথা বাংলাদেশের জন্য গর্ব। ইমরানকে অনেক অভিনন্দন। আশা করছি সামনে আরও সাফল্য নিয়ে আসবে। নতুন প্রজন্ম এতে অনুপ্রাণিত হবে।’

সংবর্ধনা ও টাকা পেয়ে সোনাজয়ী ইমরানুর রহমানও খুশি। ৩০ বছর বয়সী এই অ্যাথলেট বললেন, ‘সবাইকে ধন্যবাদ। খেলে পদক জিতেছি। সব জায়গা থেকে অভিনন্দন পাচ্ছি। সামনেও সাফল্য পেতে চাই৷ যা নতুন প্রজন্মের সামনে অনুপ্রেরণা হতে পারে।’

শেখ কামাল অডিটোরিয়ামে রাতের এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ও ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ - রাজনীতি