1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

মাইক ভাড়া করে মোবাইল চোরকে বিরামহীনভাবে গালি

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল ফোন চুরির পর মাইক ভাড়া করে চোরকে গালি দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বৃদ্ধ ফয়েজ মিয়া কখনো বসে কখনো দাঁড়িয়ে বিরামহীনভাবে চোরকে গালি দিয়েছেন।

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূরাণগাত্ত এলাকার এ ঘটনা নিয়ে অনলাইন ও অফলাইনে চলছে আলোচনা-সমালোচনা।

চুরির ঘটনায় ভুক্তভোগী ফয়েজ মিয়া ওই এলাকার মৃত ফালান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন পান বিক্রেতা।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ফয়েজ মিয়া একজন নিতান্ত দিন এনে দিন খাওয়া মানুষ। মানিকদী চৌমুরী বাজারে পান বিক্রি করেই চলে তার সংসার। অনেক কষ্টে সম্প্রতি তিনি একটি স্মার্ট ফোন কেনেন। গত ৭ ফেব্রুয়ারি তার ঘর থেকে তার ওই ফোনসহ দুটি ফোন চুরি হয়। এরপর ৮ ও ৯ তারিখ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তিনি ফোনটি পাননি। পরে গত ১০ ফেব্রুয়ারি মাইক ভাড়া করে দিনভর তিনি চোরকে গালি দেন।

ফয়েজ মিয়ার প্রতিবেশী কাশেম মিয়া বলেন, ‘তার অভাবের সংসার। অনেক কষ্ট করে মোবাইল ফোনটি কিনেছিল। প্রিয় ফোনটি চুরি হওয়ায় এবং ফোনের কাগজ হারিয়ে ফেলায় থানায় যেতে না পেরে মনের ক্ষোভে তিনি মাইক ভাড়া করে চোরকে গালি দিয়েছেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার কবির বলেন, ‘কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন কাজ করতে পারে না। মোবাইল ফোন চুরি পর তিনি আমার অফিসে বা থানায় কোনো অভিযোগ করেননি। তা না করে মাইক ভাড়া করে গালি দেয়ার ঘটনা পাগলামি ছাড়া কিছুই না।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। আমার কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


সর্বশেষ - রাজনীতি