1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বাংলাবান্ধায় চালু হলো ব্যাগেজ স্ক্যানার মেশিন

পঞ্চগড় জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

যাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় চালু হলো যাত্রী ব্যাগেজ স্ক্যানার মেশিন।

গতকাল দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্ক্যানার মেশিনটি উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. আব্দুল মান্নান শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সহকারি কমিশনার মবিনুল ইসলামসহ স্থলবন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বন্দরের যাত্রীরা জানান, এখন ব্যাগ খুলে তল্লাশি ছাড়াই যাত্রীদের ব্যাগেজ পরীক্ষার মাধ্যমে যাত্রীদের দুর্ভোগ কমবে। পাশাপাশি সীমান্ত পারাপারে সময় কম লাগবে।

কাস্টমস কর্তৃপক্ষ জানান, যাত্রীরা ব্যাগেজে কোনো অবৈধ পণ্য বহন করলে এ স্ক্যানার মেশিনে তা সহজেই চিহ্নিত করা যাবে। সেই সাথে শুল্কযুক্ত পণ্য থাকলে শুল্ক আদায় করা সম্ভব হবে। পাশাপাশি যাত্রীদেরও দূর্ভোগ কমবে।


সর্বশেষ - রাজনীতি