1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিএনপির পদত্যাগী এমপিদের শূন্য আসনে উপনির্বাচনে আসবে জাপা

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

বিএনপি এমপিদের পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। এ নির্বাচনে তারা এককভাবে অংশ নেবে। জাপা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আগে বিএনপির এমপিদের আসন শূন্য হোক, তারপর উপনির্বাচনের বিষয়ে দলীয় ফোরামে আলোচনায় সিদ্ধান্ত হবে। জাতীয় পার্টি সব নির্বাচনেই অংশ নিচ্ছে। তারা রংপুর সিটি করপোরেশন নির্বাচন ও গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে লড়ছে।

২২টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দল জাপারএমপিদের পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি। মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘বিএনপির সঙ্গে আমরা জোটেও নেই, আন্দোলনেও নেই। তাদের আহ্বানে পদত্যাগ করব কেন?’

জাপা সূত্র জানায়, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে উপনির্বাচন বর্জনের সুযোগই নেই। একটি, দুটি আসন পেলে বাড়তি পাওনা হবে জাপার। আর নির্বাচন বর্জন করলে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদপন্থিরা জি এম কাদেরকে বিএনপিপন্থি হিসেবে প্রচার করে আরও কোণঠাসা করবে।

একাদশ নির্বাচনে জাপাকে ২৬টি আসন ছেড়েছিল আওয়ামী লীগ। লক্ষ্মীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শহিদ ইসলাম পাপুলের কাছে হেরে যান জাপার এমপি মো. নোমান। বাকি ২৫ আসনের ২১টিতে জয়ী হন লাঙ্গলের প্রার্থীরা।


সর্বশেষ - রাজনীতি