1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

টিসিবির পণ্য ক্রয় নিয়ে শেমিং করা কেন?

শিহাব শাহীন : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে আছে। মধ্যবিত্ত কষ্টে আছে। এটা এ সময়ের (বা সবসময়ের) সত্য…কিন্তু তাই বলে টিসিবির ট্রাক থেকে পণ্য ক্রয় করা লজ্জার কেন হবে? কম দামে যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচ্ছে মানুষ সেখানে যাচ্ছে। এটাকে শেমিং করা কেন?

‘মুখ লুকাচ্ছে’ ‘ছুটছে’ আরও নানাবিধ করুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এটাকে একটা মানসম্মানের ব্যাপার বানানোর চেষ্টা করা হচ্ছে! কেন?

সুপারশপে ‘সেইল’র সময়ও তো কাড়াকাড়ি পড়ে, ‘অ্যান্ড গেইম’র টিকিটের জন্য বড়লোকের পোলাপাইন ছোটে নাই?…তাইলে শুধু টিসিবির ট্রাকের লাইনে দাঁড়ানো কে আলাদা করা কেন? এটা তো কষ্টে থাকা মানুষকে উল্টো একটা আলগা-পেইন দেওয়া হলো! টিসিবির ট্রাক একটা কম দামের পণ্যের দোকান। ব্যাস আর কিছু নয়।

প্রত্যেক ওয়ার্ডে একটা করে টিসিবির ট্রাক চাই।

(চলচ্চিত্র পরিচালক ও নাট্যনির্মাতা শিহাব শাহীনের ফেসবুক পোস্ট)


সর্বশেষ - রাজনীতি