1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নারী ওয়ানডে বিশ্বকাপ – স্বপ্নমঞ্চ রাঙাতে প্রস্তুত বাংলাদেশ

eb-editor : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ট্রফি নিয়ে ৮ দলের অধিনায়কের ফটোসেশন। নিউজিল্যান্ডে বিশ্বকাপ শুরু হবে ৪ মার্চ ছবি: আইসিসি
আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরটি বসছে তাসমান সাগর পাড়ের দেশ নিউজিল্যান্ডে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য এবারের আসরটি অন্যদের চেয়ে আলাদা। কারণ এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে নিগার-সালমারা। তাই এটি তাদের কাছে স্বপ্নের বিশ্বকাপ।

আগামী শুক্রবার মাউন্ট মঙ্গানুইতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। পরদিনই ডানেডিনে বাংলাদেশের নারীরা মিশনে নামবে। প্রথম ম্যাচে নিগারের দল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। একই দিন সকাল ৭টায় হ্যামিল্টনে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড নারী দল। বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশ ও অজিরা এবারো ফেভারিট। তবে ঘরের মাঠে একবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডও শিরোপাপ্রত্যাশী।

কভিডের প্রকোপে জিম্বাবুয়েতে মাঝপথে বাতিল হয় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। সেটাই আশীর্বাদ হয়ে আসে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য। আইসিসি র্যাংকিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকায় বাংলাদেশের সুযোগ মিলেছে বিশ্বকাপে খেলার।

বাছাইপর্বের আগে দল নিয়ে বেশ আশাবাদী ছিল টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দাপুটে জয় নিয়ে বাছাইপর্ব খেলতে নামেন সালমা-জাহানারা। শুরুটাও হয় দুর্দান্ত। যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানে উড়িয়ে দেয় বাংলাদেশ। এরপর পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সম্ভাবনা আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে তাদের কাছে। থাইল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ১৬ রানে হেরে যায় নারী দল। তবুও মিশন সঠিক পথেই ছিল। এর পরই আইসিসি কভিডের কারণে স্থগিত করে বাছাইপর্ব।


সর্বশেষ - রাজনীতি