1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন : বিশ্ব যুদ্ধের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২

বিবিসি’র কিয়েভ সংবাদদাতা জেমস ওয়াটারহাউজকে ইউক্রেনের সরকারি মুখপাত্র জানিয়েছেন, রুশ সেনারা পুরোমাত্রায় অভিযান শুরু করেছে। ইউক্রেনে ঢুকে পড়েছে তারা।

ইউক্রেনীয় ওই সরকারী কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিয়েভে ক্রুজ মিসাইল আক্রমণ করা হয়েছে।

দেশটির দক্ষিণে ওদেসা অঞ্চলে রুশ সেনা ঢুকে পড়ার খবরও পাওয়া গেছে।

ইউক্রেন সীমান্তের প্রায় ২৫ মাইল ভেতরে খারকিভ অঞ্চলে পর্যন্ত অগ্রসর হয়েছে রুশ সেনারা, বলছেন সরকারি কর্মকর্তারা।

ওয়াটারহাউজের খবর অনুযায়ী, প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তারা মনে করছেন যে যথেষ্ট বড় পরিসরে এই সেনা অভিযান পরিচালিত হচ্ছে।

এদিকে, ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম খবর প্রকাশ করছে যে, কিয়েভে দেশটির সেনাবাহিনী হেডকোয়ার্টারে এবং মিসাইল কমান্ড সেন্টারে মিসাইল হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: নার্সের সাথে বিতর্কের জেরে রোগীর স্বামীকে কোপানোর অভিযোগ

ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে রুশ সেনাবাহিনী ইউক্রেনের পূর্বে ‘তীব্র বোমা হামলা’ শুরু করেছে।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে যে কিয়েভের কাছে বরিস্পিল বিমানবন্দরসহ একাধিক বিমানবন্দরে হামলা চালিয়েছে রাশিয়া।

রুশ বিমান হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিমান বাহিনী লড়াই করছে বলেও বলা হয় ওই বিবৃতিতে।

তবে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওদেসায় রুশ প্যারাট্রুপার নামার খবর অস্বীকার করা হয়েছে ওই বিবৃতিতে।

এই হামলার মাধ্যমে আরেকটি বিশ্ব যুদ্ধের সূচনা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকগণ।


সর্বশেষ - রাজনীতি