1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

‘মাইক’ আসছে …!

বিনোদন ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘মাইক’। এটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। সরকারি অনুদানের শিশুতোষ এই সিনেমায় অভিনয় করবেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, ফেরদৌস, তানভীন সুইটি, ঝুনা চৌধুরী, ইকবাল আহমেদসহ আরও অনেকে।
 
গত সোমবার তারা সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘বঙ্গবন্ধু যেমন ছিলেন দেশপ্রেমিক, তেমনি সাংস্কৃতিক ব্যক্তিত্বও ছিলেন। কবিতা শুনতেন তিনি। সাংস্কৃতিক নানা ক্ষেত্রেও তার পূর্ণ বিচরণ ছিল। সেই মহান মানুষকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি ভেবে নিজেকে গর্বিত মনে করছি।’
 
চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘জাতি হিসেবে আমাদের গৌরবের একটি বিষয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। বিষয়টি নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, আমি এর অংশ হতে পেরে আনন্দিত ও উচ্ছ্বসিত। সেই ঐতিহাসিক ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য ‘মাইক’ সিনেমাটি নির্মিত হচ্ছে।
 
তানভীন সুইটি বলেন, ‘১৯৭৫-পরবর্তী একদল কিশোরের ৭ মার্চের ভাষণে উজ্জীবিত হওয়ার গল্প নিয়ে এটি নির্মিত হতে যাচ্ছে। আশা করছি ভালো একটি সিনেমা উপহার পাবেন দর্শক।’
 
আগামী ৭ মার্চ লক্ষ্মীপুরে এর দৃশ্যধারণ হবে বলে নির্মাতা জানিয়েছেন।


সর্বশেষ - রাজনীতি