1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

হিলি সীমান্তে ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি 

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ফ্যামেলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বাজার মূল্যের চেয়ে কম দামে চাল, তেল ও ডাল পেয়ে খুশি সীমান্তবর্তী নিম্ন আয়ের মানুষরা।

সীমান্তবর্তী মামুনুর রশিদ মামুন বলেন, ‘বর্তমান বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি। বর্তমান সরকার টিসিবির মাধ্যমে আমাদের চাল, ডাল, তেল দিচ্ছে। যা বাজার মূল্যের চেয়ে অনেক কম এইসব কম দামে পাওয়ায় খুশি সাধারণ মানুষ।’

রহিমা খাতুন বলেন, ‘আমার স্বামী একজন শ্রমিক তার দৈনিক যে আয় করে। বর্তমান বাজারে জিনিসপত্রের দামের কাছে তার আয় খুব কম। এদিকে বাজারে মূল্যের চেয়ে কম দামে এইসব পণ্যে পেয়ে আমরা খুশি। বর্তমান সরকার আমাদের মত সাধারণ মানুষের চিন্তা করে টিসিবির মাধমে চাল, ডাল, তেল বিক্রি চালু থাকুক।’

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, ‘এই উপজেলার ১০ হাজার ৫৭১ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা দরে ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল দেওয়া হচ্ছে।’

টিসিবির ডিলার আলম হোসেন বলেন, ‘হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১ ধাপের টিসিবির বিক্রিয় শুরু হয়েছে।’


সর্বশেষ - রাজনীতি