1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নির্বাচন নিয়ে ফিলিস্তিনি পর্যবেক্ষকের সন্তুষ্টি

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা ভোটগ্রহণ চলেছে বিকেল ৪টা পর্যন্ত। রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়ে ৪০% ভোট পড়েছে।

বুয়েটের পলাশির মোড়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শনে যান ফিলিস্তিনি দুইজন পর্যবেক্ষক। তারা সেখানে ৮টি বুথ ঘুরে দেখে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন।

প্রিসাইডিং অফিসার আসিফ ইকবাল চৌধুরী জানান, ফিলিস্তিনের দুইজন পর্যবেক্ষক পর্যবেক্ষণ শেষে তাদের অভিমত প্রকাশ করেছেন। তারা ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। তারা বয়স্ক ভোটার, বিশেষ চাহিদা সম্পূর্ণ ভোটারদের যেভাবে ভোটকেন্দ্রে এনে ভোটাধিকার দেওয়া হচ্ছে তার প্রশংসা করেছেন। একই সঙ্গে শিশুদের সঙ্গে এনে ভোট দেওয়ার বিষয়টিরও তারা খুবই প্রশংসা করেছেন। শিক্ষক ও তরুণ ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য আরও উৎসাহমূলক কাজ করার পরামর্শ দিয়েছেন তারা।


সর্বশেষ - রাজনীতি